হে দয়াময়! করিব না ভয়,
তুমিই মঙ্গলময় জানিব নিশ্চয়!
তুমি যাহা করো আছে তার মানে
সৃষ্টি প্রলয় সব নয় অকারণে।
প্রকৃতির বুকে যবে বহে অসীম ভার
প্রকৃতির আপন খেলায় হয় সংহার।
মন্দ ভালো এক সাথে ধ্বংস করো সব
তুমিই আবার করো প্রাণের উদ্ভব।
আজি এ প্রলয় মাঝে করো পরিত্রাণ
সকলের জীবনে আজ ভিক্ষা দাও প্রাণ।
মুছে দাও পাপতাপ দুঃখ রাশি রাশি
শুদ্ধ করে জীবন প্রাণ মুখে দাও হাসি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২২ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



