আজি এ গভীর তিমির অন্ধকারে
প্রতিকারহীন মৃত্যুরা চারিধারে।
প্রলয় বিষে প্রাণহীন ধরাতল
নিমিষে নিথর নিখিলের কোলাহল।
নাহি ত্রাণ নাহি ত্রাণ -
চারিদিকে শুধু বাঁচিবার আপ্রাণ
করিছে চেষ্টা, দিয়েছে শেষ টা
যার যা আছে সকল স্রেষ্ঠ দান।
ধরনীর বুকে কিসের অভিশাপ!
মৃত্যু আঁধারে প্রলয়ের সন্তাপ।
আজি এ গভীর তিমির অন্ধকারে
প্রদীপ জ্বালাও আলো দাও চারিধারে।
আলো দাও আরো ধরনীতে দাও প্রাণ,
আঁধার ঘুচাও প্রলয় থামাও
কর হে পরিত্রাণ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




