মৃদু মৃদু অন্ধকারে ঢাকা নীল আকাশ
শীতল স্নিগ্ধ মাখা দক্ষিণা বাতাস,
তবু কেন দূর হতে আজ-
ভেসে আসে বিষন্নতার শুধু দীর্ঘশ্বাস।
মৃত্যুর ম্লান স্তব্ধ ক্ষয়িষ্ণু সময়
চারিদিক গ্রাস করে ভয় আর ভয়!
আশাহীন ভাষাহীন ক্লান্ত দুটি পায়ে
জীবনের স্বপ্ন আজ গিয়েছে ফুরিয়ে,
যদি কভু তবু একদিন
ফুল ফোটে, পাখি ডাকে, প্রাণ ক্লান্তহীন
জীবন স্বপ্ন দেখে অনাগতকাল
আবার আসে ফিরে নতুন সকাল।
তোমাদের ভালবাসার তরে
মমতায় ভরে দেব প্রাণ উজাড় করে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



