স্বস্তি নাই শান্তি নাই নাই মুখে হাসি
দিন কাটে বিভীষিকায় আতঙ্কে গ্রাসি
মৃত্যুর মহাযাত্রায় বাচার আর্তনাদ
রুষ্ট ক্ষুব্ধ ধরা হানে প্রতিঘাত।
অদৃশ্য বিষাক্ত নাগিনীর ফণা
প্রতিকার প্রতিরোধ এখনোও অজানা।
মৃত্যুর প্লাবন যেন, এত শবদাহ
রবে কি সৃষ্টি ধরায় জীবন প্রবাহ!
আর্তনাদ ক্রন্দনে বিদীর্ণ আকাশ
কম্পিত ভয়ার্ত বহে দীর্ঘশ্বাস।
চাহি ত্রাণ রাখো প্রাণ সৃষ্টি পরম্পরা
বিনাশ করোনা প্রভু রক্ষা করো ধরা।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



