ঝরছে ধরনী মাঝে নিদারুন বিষাক্ত অভিশাপ
বেদনা'য় শোকাতুর নরনারী করছে বিলাপ
অকালে ঝরছে প্রাণ হাহাকারে কাঁপছে আকাশ
মহামারী ধরনীতে ফেলছে বিষ-নিশ্বাস।
জীবনকে ভুলে সবে আজীবন প্রলয় মিশন
আকাশ বাতাস জল মাটি সব করছে দূষণ।
আজ তার বেদনার বক্ষ হতে ঢালছে গরল
মৃত্যু আর মৃত্যু দেখি চারিদিকে শুধু অনর্গল।
আপনার তরে সবে ধরনীতে ভেবেছে মানুষ
দিনে দিনে নিখিলের ক্ষয়ে গেছে প্রাণের জৌলুস
প্রতিজ্ঞা কর সবে এই দুর্দিনে বেঁচে যাই যদি
বাঁচাবে এ মাটি এ বায়ু তরতর বয়ে চলা নদী
বাঁচাবে তৃণ-লতা বৃক্ষ-পাতা ভূধর জমিন
নয়তো, পৃথিবীতে টিকে থাকার আশা হবে ক্ষীণ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


