বোধহীন চৈতন্যহীন উর্ধ্বমুখী জ্ঞান
গোগ্রাসে গিলেছি সবই রাক্ষস সমান
অন্তরমুখী আত্মশুদ্ধি পবিত্র অনলে
করিনি তো প্রাণ দহন, সিন্ধু সলিলে
ডুবাইনি তনু মন, অন্ধকার রাশি
মর্ম হতে মুছিনি তা আলোয় প্রকাশি।
ক্ষুদ্র জ্ঞানে অন্ধকারে মেলি দুটি আঁখি
আপন কোটরে আজো রয়েছিনু ঢাকি।
তবু আজ ভাবি বসে জগৎ সংসারে
জেনেছি তো সব কিছু, নাহি অগোচরে
কোন ক্ষুদ্র বৃহৎ সত্তা যত খুটিনাটি
রয়েছে সাজানো মনে সব পরিপাটি।
জোনাকি দেখে না কভু রবির কিরণ
ভাবে তাই আলো আর দেবে কে এমন?
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


