আমার কান্না কেহ শুনিবে না আর
তুমি যদি না শোন একবার
তুমি যদি না বোঝ কোনদিন
আমার হৃদয়ে আছে কত ব্যাথাভার-,
তবে কেন তুমি হলে অন্তর্যামী
বলে কেন তুমি থাকো হৃদয়ে সবার!
অসীম অনন্ত এ বিশ্বময়
পলে পলে দণ্ডে দন্ডে কতো কি যে হয়
আপন নিয়মে সব করো নিয়ন্ত্রণ
আমার কান্না শোনার পাওনা সময়।
কি করে তবে হও করুণাসাগর
কেন তবে বলে সবে তুমি দয়াময়!
চারিদিকে হাহাকারে কত অসহায়
নির্বিচারে নির্যাতনে মর্ম ব্যাথায়
নির্মম শক্তির ক্ষুব্ধ পদাঘাতে
'অসহায়' তব পানে ন্যায় বিচার চায়
করোনা কেন সেই দম্ভ চুর্ণ ভূমে
শক্তিরে ফেলনা কেন দুর্বলের পা'য়!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২৩ রাত ১:০৮