যাহাদের জীবন আজ ঝরে গেছে ঝড়ে
যাহাদের মন আজ বিষন্ন ম্লান
যাহারা বাস করে বেদনার ঘরে
কষ্টের বরষায় শুধু করে স্নান।
তাহাদের তরে এই পৃথিবীতে আজ
আসে না ফিরে কোনো নতুন প্রভাত
দেখে না তো চোখ মেলে নষ্ট সমাজ
কেউ এসে মমতায় ধরে না তো হাত।
বেদনায় সকলেই গুনেছে প্রহর
অবসাদে সকলার ভরে আছে মন
প্রেমহীন এ যেন মৃতের শহর
মৃত্যুরা পাশাপাশি থাকে সর্বক্ষণ।
পৃথিবীতে নেই আজ প্রেম-ভালোবাসা
স্বার্থে ঢেকে আছে মানুষের মন
মানুষের মনে এখন ধুসর কুয়াশা
কদাকারে ছেয়ে গেছে সবার জীবন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




