অনেক কবি আছে এইখানে, অনেক -- অনেক কবি
বাংলার সকলেই কবি, কথায় কথায়-গানে গানে আঁকে এই বাংলার ছবি
বসে বসে পান খায়- একজন দুইজন আরও বহু জনে
কথা কয়, সহজসরল কথা- রূপকথা বলে যেন আবেগের মনে
যেইজন জানেননা লেখাপড়া- কোনোদিন একটি বর্ণও লেখেনাই হাতে
পড়ে নাই কোনো বই, সে-ও কাব্য বলে, গান গায়, রূপকথা বলে প্রতি রাতে
যেই চাষি মাঠে মাঠে পাকা ধান কাটে ফসলের ঘ্রাণে তার গান ভাসে প্রাণে
যে শিশু হামাগুড়ি দিয়ে হাটে শিশিরের মত যার মন, সে-ও ছড়া জানে
মাঠে মাঠে শস্য ফলিয়া রয় ডালে ডালে ফল ফুল পাখি
অনাগতকাল যেন ছড়ায়ে ছিটায়ে থাকে কবিতার আবরণে থাকে সব ঢাকি।
বাংলার বুকে যেন পরতে পরতে সদা কবিতারা করে বিচরণ
মুখে মুখে মিঠে গানে- তালে তালে- কবিতার আহ্বানে কিংশুকে ভরে থাকে মন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





