কয়েকদিন আগে যশোর শিক্ষা বোর্ডে গেলাম। সবকিছু দেখে আমি অবাক! ১২ বছর আগে যেমন দেখেছিলাম ঠিক তেমনটিই আছে। কোন পরিবর্তন হয়নি। অথচ দুনিয়া কত এগিয়ে গেছে এই এক যুগে!
ছোট একটা কাজ করতে যা আজকের তথ্যপ্রযুক্তির যুগে পাঁচ মিনিটের বেশী লাগার কথা নয়, সেই কাজ এরা তিনদিনেও করতে পারে না। ভাবতে খারাপ লাগে যে, লাইনে দাড়িয়ে ব্যংকে টাকা জমা দেয়া, হাতে লেখে মার্কশীট/ সার্টিফিকেটের ডুপ্লিকেট তৈরী ইত্যাদি এই একুশ শতকেও আমরা ত্যাগ করতে পারলাম না।
পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আজ। সেখানে দালালের উৎপাতে কাজ করাই দায়! নিরাপত্তা বেষ্টনী আছে, নিরাপত্তী রক্ষী আছে; তবুও নির্বিঘ্নে দালালেরা ভেতরে ঢুকে মানুষকে হয়রানি করছে।
কবে যে আমাদের দেশটা সত্যিকারের ডিজিটাল দেশ হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


