পৃথিবীকে পাল্টে দিতে কত সময় দরকার?
অনেকটা পথ পাড়ির কি সত্যিই দরকার?
আমার কিন্তু তা কখনোই মনে হয় না।
কেন?
আমার পৃথিবী পাল্টাতে তো বেশী সময় লাগে নি!
এক পৃষ্ঠায় ক্ষুদে অক্ষরে ছোট্ট একটা ফলাফল-
আমার স্বপ্নময় জগত আজ যেন শুধুই অনিশ্চয়তা।
তবে?
আমার বিশ্বাস এক শব্দে সৃষ্ট এ পৃথিবী,
যা এক শব্দেই পরিণতির দিকে এগুবে,
তাকে বদলাতে ছোট্ট ঘটনাই যথেষ্ট নয়?
তাই-
অপেক্ষার প্রহর গুনতে থাকা-
ছোট্ট ঘটনার জন্য অপেক্ষা,
পৃথিবী বদলাবে, তার অপেক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




