গত ১৭ জুন কুয়েত সিটির গুলশান হোটেলে সাহিত্য জগতের কুয়েত প্রবাসী সাহিত্য প্রেমীদের সংগঠন বাংলাদেশ লেখক ফোরাম কুয়েত�র উদ্দ্যোগে কবি মির্জা স্বপনকে সম্বর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এম এ মালেক এবং মান পত্র পাঠ করেন মনিরুল হক ইমরাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ফোরাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আল আমিন চৌধুরী স্বপন। প্রধান অতিথি ছিলেন হাজী জুবায়ের আহাম্মেদ উপদেষ্টা বাংলাদেশ লেখক ফোরাম, কুয়েত। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আলী আজম, অধ্যাপক সত্যরঞ্জন সরকার সম্পাদক মরুপলাশ, মমতাজ উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি প্রবাসী সাহিত্য পরিষদ, জাফর আহাম্মদ চৌধুরী এম কম সভাপতি চট্টগ্রাম সমিতি কুয়েত ও বিদায়ী কবি মির্জা স্বপন। প্রাণবন্ত এই অনুষ্ঠানের গুলশানের বল রুম রূপান্তরীত কবি ও সাহিত্যিকদের মিলন মেলায়। প্রবাসে এ ধরনের মিলন মেলা আয়োজন করা যেমন কষ্টের, তেমনি কষ্ট সাহিত্যকে ফুটিয়ে তোলা। কিন্তু তার ব্যতিক্রম রূপ সর্বদাই হয়ে আসছে কুয়েত বাংলাদেশী সাহিত্য প্রেমিদের ক্ষেত্রে। এখানে প্রচুর সাহিত্য সংগঠন তৈরী হয়েছে এদের মধ্যে অনেক সংগঠন জিমিয়ে গেছে আবার অনেক সংগঠন স্বচল রয়েছে। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন কবিরা তাদের কবিতার মাধ্যমে কবি মির্জা স্বপনের ২৮ বছরের প্রবাস জীবনের আনন্দ, বেদনা ও অর্জন তুলে ধরেণ। পরিশেষে ক্ষমার মহৎ দিকটা উঠে আসে সকলের মধ্যে। কবি আল আমিন চৌধুরী স্বপনের শৈল্পিক উপস্থাপনায় অনুষ্ঠানে কবি ও সামাজিক অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ভুলু সভাপতি আওয়ামী ফাউন্ডেশন কুয়েত, কবি আব্দুর রহিম সাধারণ সম্পাদক প্রবাসী সাহিত্য পরিষদ, মুরাদ হোসেন লোকমান- সভাপতি সাংবাদিক পরিষদ, মোঃ ইসমাইল- সাধারণ সম্পাদক জাতিয় পার্টি কুয়েত, মাহমুদ আলী সিঃ সহ সভাপতি জাতীয় পার্টি, আ.ক.ম. আজাদ সম্পাদক প্রবাস বাংলা, আবদুর রব মাওলা সম্পাদক মরুলেখা, নেক মোহাম্মদ সম্পাদক শ্যামল বাংলা, জাহাঙ্গীর হোসাইন বাবলু সম্পাদক একুশে বাংলা, মাসুদ করিম সম্পাদক স্বদেশ, শরীফ মিজানুর রহমান সম্পাদক মদিনার পথে, মোঃ আসলাম সহ কবি প্রেট্রিক গোমেজ, কবি মিল্টন পালমা, কবি এইচ. এম. হুমায়ুন কবির, কবি ও সাংবাদিক শেখ এহছানুল হক খোকন, কবি শাহ্ সুমন রাহাত, কবি ও সাংবাদিক আল আমিন রানা, কবি কান্ত পথিক, মোতালেব হোসেন, আবদুস সোবাহান, আবু জামাল ভুলু সহ আরো অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ লেখক ফোরামের পক্ষ থেকে কবি মির্জা স্বপন কে ক্রেষ্ট প্রদান করা হয়। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




