সম্প্রতি দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণ করেছে সেই স্কুলেরই এক শিক্ষক। যৌন নিপীড়নকারী হওয়ায় পরিমল জয়ধর নামের এই শিক্ষক রাজউক উত্তরা মডেল কলেজ থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন। পরিমল ছাড়াও একই শাখার আরো চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে নিপীড়নের। অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, এই পাঁচ শিক্ষকের নিয়োগও অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষা হুসনে আরা এই অবৈধ নিযোগের সাথে জড়িত এবং ধর্ষণের ঘটনাটিও তিনি ধামাচাপা দিতে চেষ্টা করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
এমন অবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কয়েক দফা দাবি পেশ করেছে—
১. ধর্ষক পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার শিক্ষকতার সনদ/লাইসেন্স বাতিল করা।
২. অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বদলি নয়, স্থায়ীভাবে বরখাস্ত করে আইনের আওতায় আনা।
৩. ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি প্রদান ও অবৈধ নিয়োগ প্রদানে জড়িত থাকায় অধ্যক্ষা হুসনে আরার পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। একই সাথে, অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. নির্যাতনের শিকার মেয়েটির যে সব আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছিল, তা খুঁজে বের করে স্থায়ীভাবে নষ্ট করে ফেলা।
৫. নির্যাতনের শিকার মেয়েটিকে পুনরায় স্কুলে ফিরিয়ে নিয়ে তার পড়াশোনার পক্ষে সহায়ক পরিবেশ তৈরি করা, মেয়েটির চিকিৎসার সকল খরচ প্রদান করা এবং মেয়েটিকে পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাকে মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করা ও অব্যাহত রাখা।
৬. ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য যৌন নিপীড়নবিরোধী নীতিমালা স্থায়ীভাবে বাস্তবায়ন করা।
৭. শিক্ষক পদে নিয়োগের পূর্বে শিক্ষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা শুধু পাঠদান পদ্ধতিই নয়, একই সাথে সৎ, সংযমী ও নীতিবান হওয়ার শিক্ষা লাভ করেন।
৮. প্রতিটি শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শুরু থেকে প্রতিটি শ্রেণীতে যেন সঠিক নৈতিক শিক্ষা লাভ করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, পাঠ্যবই, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় তা জোরদার করা।
দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করুন আপনিও। সেই সঙ্গে সোচ্চার হোন দাবি আদায়ের জন্য...
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




