চলো প্রেম করি
যুদ্ধের দাবানলের এই পৃথিবীতে
ফুলের চাষ করি,
ঘৃণা ফেলে চলো ভুলের চাষ করি।
বোমারু চুম্বনে ভেঙ্গে যাক দ্বিধার ব্যারিকেড
কাঁটাতারের সুরক্ষা থিতিয়ে পরুক
চলো শরীরে শরীর খুঁজি।
সর্ঘষ ছেড়ে চলো সংগঠিত হই
জোড়া ঠোঁটে ঐক্যজোট গড়ি
চলো প্রেম করি।

ছেড়ে দেই বিশুদ্ধ প্রেমের নিউক্লিয়ার
বিকলাঙ্গ হয়ে যাক যুদ্ধ জাহাজ
পদাতিক পদধ্বনিতে বেজে উঠুক রবীন্দ্র সংগীত
সৈনিকরা সব ঘরে ফিরে যাক।
চিতায় অংকুর হোক গোলাপের চারা
এই বিস্তীর্ণ শ্মশানে চলো গোলাপের চাষ করি
চলো ভুল করি, চলো প্রেম করি।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


