একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
তোমার চোখ যেন বেলজিয়ামের আয়না
আমার শরীরে হাজার দাগের ক্ষত,
তুমি দেবী কোন মন্দিরের
বাজারে আমার বসত।
যদি অস্বীকার ও করি তুমি আছো
চোখে চোখ পড়লে এই যাতনা
কেমন করে লুকাবো?
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
তুমি একটা জীবন নিয়ে এসো
আমি সাদা ডায়েরি নিয়ে আসবো।
ছিনিয়ে আনার প্রতিঙ্গা নয়
আমি কলমের কালিতে নক্ষত্রমন্ডলি সাজাবো।
আমার প্রতীক্ষার প্রতি এ তোমার কেমন সন্দেহ
আমি সমস্ত দিন পথের পাণে চেয়ে থাকি
তুমি আসবে না জেনেও।
আমার আপন কেউ নেই এই রিক্ত ধরণীতে
তবুও তুমি একবার যদি কবুল করো
আমি আকাশ(ফেরেস্তা) থেকে সাক্ষী নিয়ে আসবো,
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
ঘন আঁধার ঘিরে আছে আমার চারপাশে
তুমি কি এক টুকরো প্রশান্তির আলো হয়ে আসবে?
অজস্র অশ্রুর জল রাশিতে আমার ঘুমের বালিশ ভিজেছে
তুমি তোমার কোলে একটু ঘুম পাড়িয়ে দিবে?
আমি হারিয়েছি আমার যাবতীয় সকল কিছু
আমি আবারো বাজী ধরবো,
একটা কবিতা লিখেছি
কখনো যদি দেখা হয়, তোমায় শোনাবো।
-অনুবাদ
"এক শায়েরি লিখখি হে"
-মুনোয়ার ফারুকি-
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


