কত মানুষের কত কী হয়;
মানুষ গুলোর দামী গাড়ী, দামী বাড়ী।
সুন্দরী নারী; আহ্লাদী সংসারী
আংগুল ফুলে কলা গাছ।
যে সামান্য চাকরী করে তার ঘরেও
দুবেলা অহংকারী ভুরি ভোজ,
আমারি কেবল কিচ্ছু হয় না।
আমার কিচ্ছু হল না
চাঁদে তিন হাত মাটিও কিনতে পারলাম না।
আমি কোন সাহসে এগোবো তোমার দিকে?
কত মানুষের কত কী হয়;
মানুষ গুলোর চাকায় পিষে জীবন ক্ষয়।
মানুষ গুলো রোগে মরে, শোকে মরে
বাসের চাপায় মরে, নিতান্ত অনাহারেও মরে
মরে মুক্তি খোঁজে।
শালার আমারি কেবল কিচ্ছু হয় না।
এমন কপাল করে জন্মেছি
জীবন-মৃত্যু কেউ আসে না।
দীর্ঘনিস্বাশের গারদে পুড়া মরনের মুক্তিও মিলে না।
আমি একটা অপদার্থ
না আছে জ্ঞানের ভর
না পেরেছি কোন হৃদয় দখল করতে।
ক্ষমতাসীনের বল প্রয়োগে
বাধাও প্রদান করতে পারি না।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


