গঞ্জিকা সেবনের কারণ
তোমার চলে যাওয়া হতে পারে!
কিন্তু কোন নেশাই তোমার মাদকতা কাটাতে পারেনি।
কেবলি আরও গাঢ় এবং দৃঢ় হয়।
তুমি এমনি আসক্তি হয়ে উঠেছো
আমার ডোপামিন কেবল তোমাতেই খরচ হয়।
মাতাল হবার জন্য আমার খুব বেশী কিছুর প্রয়োজন নেই
তোমার চোখ দুটোই যথেষ্ট।
ও চোখের দিকে তাকিয়েই বুঝেছি
আমার সর্বনাশ হয়ে গেছে।
তোমাকেই দেখি, যেদিকেই তাকাই ফিরে।
মাতালেরা তো ভুলই দেখে।
বিত্তশালীরা অর্থ-সম্পদ কে এমন উঁচুতে নিয়ে গেছে
যেখানে সবকিছু নিলাম হয়।
অথচো দেখো- এই দারুণ অর্থ আকালেও
আমার কেবল তোমার অভাবটাই প্রকান্ড মনেহয়।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৪