সে তো গেছে চলে
মাত্র একবার কষ্ট দিয়ে
তুমি কেন বারবার কষ্ট পাও
তার কথা মনে করে!
ভুলে সে গেছে চলে মিথ্যার বাজারে
তুমি কেন ভুলের বাসর সাজিয়েছো তার কথা ভেবে?
যে হৃদয়ে মুখ ফেরাবার জন্য
ঘুরছো তার পিছু পিছু
সে হৃদয়, সে তো মাত্র একবার ভেঙ্গেছে
তুমি কেন বারবার অশ্রুবাধ ভাঙ্গছো সেই দু:খে!
সে তো মাত্র একবার ছেড়ে গেছে
তুমি কেন বারবার জড়িয়ে যাও
অতীত সৃতির টানে।
যে চলে গেছে, যাক না
যতদূর যেতে চায়
তুমিও মেলে ধরো তোমার পাখনা
পুড়াক না, যতটা পুড়াতে চায়।
সে তো একবার পুড়িয়ে যাবে
তুমিও মুখ ফিরিয়ে রাখো তার দিক থেকে
ফিরলো না যে, তাকে নিয়ে এত কেন ভাবনা!
সম্মুখে তোমারও অজস্র পথিক
যতটা মেলবন্ধন হয় হোক না।
শিকল খুলে নিজেকে মুক্ত করো
যতটা হেলায় সে মাড়িয়ে গেলো,
সে তো মাত্র একবারি ব্যাথা দিয়ে গেছে
বারবার নির্লজ্জ হওয়া কি তোমার সাজে?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



