
২০০৩–২০০৪ সালের সময়টা—বাংলাদেশের মোবাইল দুনিয়া তখন নতুন এক যুগে পা দিচ্ছে। আর সেই সময়েই একটি সুর যেন মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল—Citycell Theme। হাবিব ওয়াহিদের সেই জাদুকরী মেলোডি শুধু একটি বিজ্ঞাপনের সাউন্ড ছিল না, বরং এটি হয়ে উঠেছিল এক প্রজন্মের স্মৃতি, এক আবেগ, এক অনুভূতি।
একুশ বছর পর, আমি সেই অমলিন সুরটিকে নতুনভাবে ফুটিয়ে তুলেছি — একটি AI Instrumental Cover হিসেবে, যেখানে মিশেছে চেলো, ভাইওলিন এবং পিয়ানোর জাদুকরী সুর। পুরো মিউজিকটি তৈরি হয়েছে আধুনিক AI টুলসের মাধ্যমে, কিন্তু হৃদয়ের স্পর্শ এসেছে আমাদের নিজের দেশ — বাংলাদেশের প্রকৃতি ও মানুষের কাছ থেকে।
এই ভিডিওতে আমরা ঘুরেছি বাংলাদেশের নানা প্রান্তে — সবুজ পাহাড়, নদীর ধারে গ্রামের জীবন, শহরের কোলাহল, শিশুর হাসি, মানুষের মুখের গল্প। প্রতিটি ফ্রেম যেন বলে, "আমরা এখনো বেঁচে আছি সেই সুরের ভেতর।"
ভিডিওটি দেখতে
view this link
এই ভিডিওটি যেন এক সময়যাত্রা — অতীতের সুরে, বর্তমানের দৃশ্যে। চোখ বন্ধ করে শুনলে মনে হবে, সময় ফিরে গেছে ২০০৪ সালের সেই দিনে, যখন “Citycell” মানেই ছিল এক মেলোডি, এক অনুভূতি, এক গল্প।
মিউজিক: Citycell Theme (AI Instrumental Cover), মূল কম্পোজার: হাবিব ওয়াহিদ, ইন্সট্রুমেন্ট: চেলো, ভাইওলিন, পিয়ানো (AI Generated), ভিডিও কনসেপ্ট: Beautiful Bangladesh, মূল প্রকাশ: ২০০৪রিমেক: ২০২৫
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




