আমি পুরোই নতুন
বাঁধ ভাঙার আওয়াজ-এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আপনারা সবাই কেমন আছেন?
আমার নাম পেকুপেকু। আমার এক বন্ধুর নিকট থেকে জানতে পারলাম সামহোয়্যার ইন সম্পর্কে। এরপর রেজিষ্টেশন করলাম। ভালই লাগছে। বাংলায় এমন একটি ব্লগ সাইট মনে মনে খুঁজতেছিলাম অনেক দিন থেকেই।
সকালের আকাশ যখন টকটকে লাল সূর্য বুকে নিয়ে উদিত হয় পূর্ব দিগন্তে,
তখন আশার আলোয় আমার চারদিক উদ্ভাসিত হয় নতুন প্রেরণায়
আমি হেঁটে চলি পৃথিবীর পথে নিজস্ব ভাবনার গভীরতা নিয়ে
আমার সেই পথচলার সাথীদের অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত নিয়ে চলে
মানুষের অনেক কাছে যেখান থেকে আমি তাদের ভালবাসতে পারি অনায়াসে।
আপনার সবার ভালবাসা চাই একজন ব্লগার হিসেবে। ধন্যবাদ সবাইকে অন্তরের অন্তস্থল থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





