...............................................অর্ঘ্য
এই ভবনের নীচেই দেখে এলাম, একের পর এক
শোভন জলপাই রঙের ট্রাক আর জীপ থেকে তারা নামছে
রাস্তায় রাস্তায় সেবাধর্মে ব্যস্ত দেশপ্রেমে আকুল
অপূর্ব বাহিনী,সারি বেঁধে দাঁড়িয়ে অপেক্ষায় অনেকক্ষণ
হেলমেট আর অস্ত্রে চিকচিক সূর্যরশ্মি চুম্বন
মিনিয়েচার সাদা গোলাপের ছাপ দেয়া ইউনিফর্ম
পরনে তাদের আরো আছে সদ্য জল থেকে তোলা শাপলা আর শালুকের ডগা
কত সাধ আর সাধনায় পাওয়া,প্রেম ট্রেনিংএর পুরস্কার-
হালকা বেগুনি অর্কিডের র্যাঙ্ক।
এসব নিয়েই সবাই অপেক্ষমান, তুমি আসবে
সঙ্গে সঙ্গে বিউগলে বেজে উঠবে আনন্দ সুর, অতি শৃঙ্খলার করুণ জাল
ছিঁড়ে তরঙ্গে তরঙ্গে প্রবাহিত হবে সৃষ্টিশীলতার জয়গান।
তোমার জন্যই কামান দাগবে প্রতিভা আর মেধার গোলা
দশদিক প্রকম্পিত করবে স্বপ্নের সুর
তোমার জন্যই প্রস্তুত গীতবিতানের আর্মড কার
নির্দেশ পাওয়া মাত্রই অবিরত রবীন্দ্রসঙ্গীত
চেয়ে দেখো এককোণে জওয়ান নেয় তালিম
সেতারের মূর্ছনায় দেখো নিশ্চয়ই হার মানবে রবিশঙ্কর
এসব তোমার জন্যই অপেক্ষমান, নিতে পদচুম্বন
কারণ
কোন একদিন তুমি বিশ্ববিদ্যালয়ের পবিত্রভূমিতে রেখেছিলে
তোমার দুটি চরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




