যেখান থেকে যাত্রা শুরু - সিডনি ডমেস্টিক এয়ারপোর্ট
ঝলমলে আকাশ - সেন্ট্রাল কোস্টের ২০ হাজার ফুট উপরে
ব্রিসবেনে দুই ঘন্টা ট্রানজিট শেষে পরবর্তী বিমানে অবতরণ। এবার অত্যাধুনিক বিমান। বোয়িং ৭৩৭
আকাশ থেকে গ্রেট ব্যারিয়ার রিফ
পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল পাথরের সমাবেশ রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফে। কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ উপকূলের ছোটবড় প্রায় ৯০০ দ্বীপে বিস্তৃত প্রবাল পাথর দিয়ে গঠিত হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, যা মহাশূণ্য থেকেও দেখা যায় (নিচের দুইটি ছবি গুগল থেকে নেয়া)
কেয়ার্নসের কাছাকাছি একটা বিকিনি দ্বীপ
সমুদ্র থেকে উপকূলে বিমান ঘুরছে।
ছোট্ট শহর কেয়ার্নস
কেয়ার্নস নেমে দশ মিনিটের ভেতরে তৃতীয় বিমান ধরা। ভালো করে এয়ারপোর্টটাও দেখতে পারলাম না। এবার দিয়েছে পুরানো ড্যাশ ৮ টার্বোপ্রপ বিমান।
এখান থেকেও গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়।
গন্তব্যস্থলের কাছাকাছি আসতেই সাঁই করে ডিজিটাল পদ্ধতিতে বিমানের চাকা বেরিয়ে গেল।
গন্তব্যস্থল হর্ন দ্বীপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




