আমরা যখন মুলা খেতে ব্যস্ত তখন ৬ হাজার কিলোমিটার বাংলাদেশের বুকে ইন্ডিয়ার ফ্ল্যাগ বসে গেছে।
"সমুদ্রে সাড়ে ২৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা দাবি করলেও আদালতে তা প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। ফলে ৬ হাজার ১৩৫ বর্গ কিলোমিটার এলাকা প্রতিবেশী ভারতকে ছেড়ে আসতে হয়েছে।" - আরটিএনএন
সবচেয়ে বড় কথা সমুদ্র সীমার এই রায়কে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়েছে। প্রকাশ ও করা হচ্ছে এভাবে যে ২৫ হাজার জমি নিয়ে বিতর্ক ছিল এর মধ্যে ১৯ হাজার পাইছি আমরা আর ৬ হাজার ইন্ডিয়া। এর মানে আমরা জিতছি।
কিন্তু আসল কথা হচ্ছে এই পুরা ২৫ হাজার আমাদেরই ছিল এবং ভারত এখানে ১ কিলোমিটার জমিও পাওয়ার কথা না। সুতরাং আমার হিসাবে ৬ হাজার কিলোমিটার বলা যায় গিফট করে দিয়ে আসলাম।
যাহোক, আমাদের খুব পরিচিত একটা দ্বীপ যেটা কিছুদিন আগে ও সাধারণ জ্ঞান বইয়ে পড়তাম আমাদের তা হচ্ছে দক্ষিণের তালপট্টি দ্বীপ । আজ থেকে সাধারণ জ্ঞান বইয়ে লেখা থাকবে সেটা ইন্ডিয়ার।
এটা কোন দিক থেকে জয় আমি জানি না। হয়ত এটা সরকারের জয়। ইন্ডিয়ার নতুন সরকারকে সন্তুষ্ট করে আরো পাঁচ বছর সাপোর্ট পাওয়ার জয়। দ্যাটস ইট।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





