
“সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে” (মথি ৭:১৩)। এমন কি যদি প্রত্যেকেই তাদের আচার-আচরণের মধ্যে দিয়ে পাপে জীবন-যাপন করে, যেখানে ঈশ্বরের উপরে বিশ্বাস তেমন জনপ্রিয় নয়, তবু ঈশ্বর তাদের ক্ষমা করবেন না। “অবাধ্যতা আর পাপের দরুন তোমরা মৃত ছিলে। জগতের চিন্তাধারা অনুসারে তোমরাও এক সময় সেই অবাধ্যতা আর পাপের মধ্যে চলাফেরা করতে। যে আত্মা আকাশের ক্ষমতাশালীদের রাজা সেই দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকদের মধ্যে কাজ করছে, আর তোমরা সেই আত্মার পিছনে পিছনে চলতে” (ইফিষীয় ২:১-২)।
ঈশ্বর ছোট ছোট পাপগুলো ধরেন না, একথা বিশ্বাস করা মিথ্যা, অথবা নরক ‘খারাপ লোকদের জন্য’ ঠিক করে রাখা স্থান। সবরকম পাপই, এমন কি ‘ছোট্ট একটা মিথ্যা কথা’ পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে আমাদের আলাদা করে দেয়। সকলেই পাপ করেছে, এমন ভাল কেউই নেই যে তারা নিজেদের চেষ্টায় স্বর্গে যেতে পারে (রোমীয় ৩:২৩)। আমাদের ভাল বা খারাপ কাজের উপর স্বর্গে যাওয়া নির্ভর করে না; এভাবে চিন্তা করলে তো আমরা সকলে হারিয়ে যাব। “ঈশ্বর যদি দয়া করেই বেছে রেখেছেন তবে তো তা কোন কাজের ফল নয়। যদি তা-ই হত তবে দয়া আর দয়া থাকত না” (রোমীয় ১১:৬)। আমাদের কোন ভাল কাজই স্বর্গে যাবার পথ করে দেবে না (তীত ৩:৫)।
আমরা সকলেই পাপ করেছি। আমরা সকলেই ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য কাজগুলো করেছি (রোমীয় ৩:২৩)। পাপের জন্য যে শাস্তি আমাদের পাওনা, সেজন্য ঈশ্বরের কাছ থেকে অনন্তকালের জন্য আমরা আলাদা হয়ে গেছি (রোমীয় ৬:২৩)। যীশু আমাদের পাপের জন্য বেতন (জরিমানা) দিতে ক্রুশে মৃত্যুবরণ করলেন (রোমীয় ৫:৮; ২ করিন্থীয় ৫:২১)। আমাদের বদলে যীশু মৃত্যুবরণ করলেন, আমাদের পাওনা শাস্তি তিনিই বহন করলেন। তাঁর পুনরায় জীবিত হয়ে ওঠা এটাই প্রমাণ করে যে, তাঁর মৃত্যু আমাদের পাপের বেতন (জরিমানা) দেবার জন্য যথেষ্ট (যোহন ৩:১৬; রোমীয় ৫:১; রোমীয় ৮:১)।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




