........................................
........................................
........................................
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানিয়েছেন, আদর-সোহাগ এবং স্পর্শের অনুভূতির সঙ্গে স্বাস্থ্য বিষয়ক অনেক বিষয়ও জড়িত থাকে। সম্পর্ক টিকিয়ে রাখা, কষ্টের অনভূতি কমিয়ে দিতে সামান্য স্পর্শই অনেক বড়ো ভূমিকা রাখতে পারে।
গবেষকরা জানিয়েছেন, মেয়েদের ক্ষেত্রে পুড়ে যাওয়ার যন্ত্রণাও কমিয়ে দিতে পারে তার সঙ্গীর ছবি দেখা। সঙ্গীর হাত ধরে থাকলে ‘থার্মাল স্টিমুলাস’ কাজ করে। এই থার্মাল স্টিমুলাসের স্থায়িত্ব সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ।
গবেষক ড. লুডউইক লোয়েস্টিন জানিয়েছেন, সুখী দাম্পত্যের গোপন রহস্য হচ্ছে প্রতিদিন কমপক্ষে চারবার পরস্পরকে আলিঙ্গন করা। তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিমাসে অনন্ত সাতটি সন্ধ্যা একসঙ্গে কাটানোর মাধ্যমে সংসার জীবনে সুখের হাওয়া বইবে। পাশাপাশি মাসে দম্পতিরা কমপক্ষে এক-দুইবার সিনেমা বা ঘুরতে যাওয়ার মাধ্যমেও সুখী হওয়ার চেষ্টা করতে পারেন। এ ছাড়াও তাঁর পরামর্শ- মাসে অন্তত একদিন ফুল বা উপহার বিনিময় করা উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


