.............................................
.............................................
.............................................
ম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রযুক্তির দিক থেকে হোয়াইট হাউস ত্রিশ বছর পিছিয়ে। বারাক ওবামার অভিযোগ, হোয়াইট হাউসে আধুনিক প্রযুক্তি যেমন ফোন নেই, তেমনি নেই আধুনিক স্টাফও। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি শিকাগোতে তহবিল সংগ্রহে আয়োজিত এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে হোয়াইট হাউসের প্রযুক্তি বিষয়ে এই মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে সবচেয়ে বেশি শ্লেষ ঝরেছে ওভাল অফিসের ফোন ব্যবস্থা বিষয়ে। ওবামা বলেছেন, ‘আমরা ফোন কাজেই লাগাতে পারি না।’
ওবামা আরো জানিয়েছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট! আমার কাছে থাকবে কল্পনার সব ধরনের প্রযুক্তি সুবিধা, বাটন, বড়ো স্ক্রিন আর উপযুক্ত কর্মকর্তা। কিন্তু এটা কখনও আমার ক্ষেত্রে ঘটে না। আমি সব সময় ভাবি আমার যদি সেরকম ভালো ফোন ব্যবস্থা এবং কর্মকর্তা থাকতো।’
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বারাক ওবামা তার আনুষ্ঠানিক বক্তব্য শেষে আলাপচারিতার সময়ে এই মন্তব্যগুলো করেছিলেন। কিন্তু দুর্ঘটনাবশত তিনি এ সময় তার মাইক্রোফোনটি বন্ধ করতেই ভুলে গিয়েছিলেন। ফলে প্রেসিডেন্টের অসাবধানবশত বলে ফেলা কথাগুলো রাষ্ট্র হয়ে পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


