.......................................
.......................................
.......................................
.......................................
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা তার অ্যাপল ল্যাপটপ চোরকে সনাক্ত করতে পেরেছেন সেই ল্যাপটপে থাকা গোপন সফটওয়্যার ব্যবহার করে। জানা গেছে, ল্যাপটপে থাকা এই গোপন সফটওয়্যারটি চোরের ছবি তুলে এবং তার লোকেশন ট্র্যাক করে ল্যাপটপ মালিকের কাছে পাঠাতে থাকে। আর এই পদ্ধতিতেই ধরা খেয়েছে চোর। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলের ম্যাকবুক কম্পিউটারে ‘হিডেন অন হিজ মেশিন’ নামে একটি নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করেছিলেন জসুয়া কফম্যান। চুরি যাবার পর তিনি সফটওয়্যারটি অ্যাক্টিভেট করেন। আর তারপরেই তিনি চোর কোথায় আছে বা কি করছে সেটি দেখতে পান।
গোপন সফটওয়্যারে চোরের একাধিক ছবিও তোলা হয়, যাতে দেখা যায় সোফায় চোর ঘুমিয়ে রয়েছে। তবে, পুলিশকে ঘটনা জানালে তারা তা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত তিনি ব্লগে এবং টুইটারে লিখে দেন প্রমাণসহ। আর এতেই শেষপর্যন্ত টনক নড়ে পুলিশের।
শেষতক পুলিশ জানায় ধরা পড়েছে চোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


