আমি একটি সবুজ লেড।
একদিন আমাকে নিয়ে ওরা কত পরীক্ষা,কত নিরীক্ষা করত।
ব্যকুল নয়নে তাকিয়ে থাকত আমার জ্বলে ওঠার অপেক্ষায়।
কখনও বাধভাঙ্গা উচ্ছ্বাস আবার কখনও নিদারুণ হতাশায়
জ্বলে উঠত তাদের চোখ।
আমি দেখেছি,সেই চোখে ছিল প্রতিজ্ঞাপূরণের এক অদম্য ভাবনা
অথচ আমার কথা আজ তারা ভুলেও ভাবেনা।
কত অপরূপ সুন্দরী মেয়েরা আমায় হাতে নিয়ে বসে ছিল।
নির্বাক নয়নে তারা তাকিয়ে থাকত আমার দিকে,
কখনওবা গালে হাত দিয়ে ভাবত।
চোখে চোখ রেখে আমি দেখেছি তাদের স্বপ্নের সেই জাল বোনা
কিংবা প্রিয়জনের ব্যথায় কারও নিঃশব্দ কান্না
অথচ আজ আমার দিকে তারা ফিরেও তাকায় না।
আজ আমি পঙ্গু।
জ্বলতেও পারিনা নিভতেও পারিনা।
আমাকে দেখলে ওরা ছুড়ে মারে টেবিলের কোনায় অথবা দূরের দেয়াল
আজও তাদের হাতে থাকে নতুন কোন লেড,হলুদ কিংবা লাল।
আমাকে নিয়ে আর তৈরী হয়না নতুন কোন স্বপ্ন,আনন্দ আর উচ্ছ্বাস
কতদিন দেখিনা সেই দুঃখিনী মেয়েটিকে
আমাকে ধরে যে একদিন কত কেঁদেছিল,ফেলেছিল শুধুই দীর্ঘশ্বাস।
ফ্রেমে বন্দী স্মৃতিগুলো আজ যেন কিছুতেই মেলেনা
আমার কথা তারা কেউ মনেও রাখেনা।
তবুও আমার অভিমানী চোখ আজও বন্দী করে
তাদের সেই স্বপ্ন,সেই উচ্ছ্বাস কিংবা নিঃশব্দ কান্না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




