১০ জন খেলোয়াড় ডিফেন্সে ছিল, সেটা দৃষ্টিকটু ছিল না, দৃষ্টিকটু ছিল ১০ জনের মাঝে দিয়ে সকারুদের অনায়াসে বল নিয়ে বের হয়ে যাওয়া ! সকারু অধিনায়কের একাই ১১১ পাস কমপ্লিট করা আর পুরো বাংলাদেশের ১২০ টা পাস কমপ্লিট করা দৃষ্টিকটু ছিল না, দৃষ্টিকটু ছিল বল খালি হাওয়ায় ভাসানো, মাটি কামড়ানো পাসের উপস্থিতি ছিল একদমই নগণ্য ! নিজের অর্ধে বল আসলে সেটা তরিঘরি ক্লিয়ার করাটাও দৃষ্টিকটু ছিল না, দৃষ্টিকটু ছিল বল রিসিভ করতে না পারা, বুক দিয়ে বল রিসিভ করলে বল ১ ফুট আগে যেয়ে সকারু প্লেয়ারের কাছে যাচ্ছিল গা, বলে কি চুম্বক বাঁধা ছিল !
আচ্ছা, থাক বাদ দেন
আইচ্ছা যাই হোক, আমাদের সাথে হোম ম্যাচ আছে না, ওদের , আমার মত হচ্ছে, কাদা মাঠ বানাইয়া সকারুদের হুঙ্কার দেয়া , আয়, তোদের মসৃণ মাঠে খেলতে গিয়া তো মাত্র ৫ টা দিস, সাহস থাকলে এইবার দিয়া দেখা !
মাত্র তো শুরু, ভুলচুক শুধরিয়ে এগিয়ে চলুক বাংলাদেশ । ভালোবাসি , সাথে আছি ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




