No publicity is bad publicity - কথাটা একদমই ঠিক না। ব্যবসার উদ্দেশ্য যদি হয় মৌসুমি মুনাফা অর্জন,তবে যে কোন ব্যাবসায়ি নেগেটিভ মার্কেটিং করতেই পারেন, এতে করে মৌসুমি মুনাফাটা উঠে যেতে পারে তবে ব্যাবসার উদ্দেশ্য যদি হয় দীর্ঘস্থায়ী খুটি গাড়া,কাস্টমারদের মনে,একটা Goodwill তৈরি করা,নিজেদের ব্রান্ড হিসেবে দাড় করানো,তবে পজিটিভ মার্কেটিং এর কোন বিকল্প নেই। যেমন কুমিল্লার মাতৃভান্ডারের কথাই ধরুন,ছোট্ট একটা দোকান,মিস্টির মানও আর আগের মতন নেই,কিন্তু শুধুমাত্র ব্রান্ড হিসেবে দাড়িয়ে যাবার কারণে প্রতিদিন দুপুরের মধ্যে তরতর করে তাদের রসমলাই বিক্রি হয়ে যাচ্ছে। তারপর ধরুন খাদির কথা,ঠিক একই, মান আগের মত না থাকলেও কাস্টমারদের মনে একটা ভরসাস্থল তৈরি করে নিয়েছে খাদি,ঠিক বাটা জুতোর মত।
তাই আমার মতে দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য ব্যাবসার পজিটিভ মার্কেটিং এর কোন বিকল্প নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




