ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া এক নাইজেরিয়ান ছাত্রের মৃত্যু হয়েছে।
গত ২৯ আগষ্ট রাতে বিলাল মুসার (২২) নামে ওই ছাত্রকে বিমানবন্দর সড়কে একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় ওই বাসের কর্মীরা। পরে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিলাল মুসার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স তৃতীয় বর্ষের ছাত্র। ২৯ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে তার সঙ্গে অজ্ঞাত কারণে একটি বাসের কর্মীদের র্যাডিসন হোটেলের সামনে থেকে কথা কাটাকাটি শুরু হয়।"
তিনি জানান, একপর্যায়ে ওই বাসের কর্মীরা তাকে খিলক্ষেত লোটাস টাওয়ারের সামনে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এ ব্যাপারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষক নুরুল আফসার চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ওই বাসের চালক ও তার সহকারীকে আসামি করে খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করেছেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
মূল খবর
আমার প্রশ্ন !!!
ওই বাসে কি হতভাগ্য নাইজেরিয়ান ছাত্র, বাসের চালক ও তার সহকারী ছাড়া কোন মানুষ ছিল না???
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





