somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাচপ্রতিমার লাশ

১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের মেলায় বাঙলায়ন থেকে প্রকাশিত আমার প্রথম কবিতার বই নাচপ্রতিমার লাশ থেক প্রথম দশটি কবিতা-

নাচপ্রতিমার লাশ
পিয়াস মজিদ



হি ম বে হা লা
১.
ছোট নদী পাহাড় বাগিচা রক্তের নির্ঝর। পাতা ও পাপড়ির অলিন্দ। সন্ধ্যার ঝিলিমিলি তারপর সমুদ্রকুহক; জলের বিষণœ রেখা। শ্যাওলার সবুজ গন্ডোলা। চাঁদচূর্ণ ছিটকে ছিটকে ভৌতিক আভা, নত্রত, মেঘমালার গোপন অসুখ। মৃত্যু ও সুন্দরের যুগলবন্দি। লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি ডার্ক। জীবনের জটিল সারগাম। ধাতব ফুলের তোড়ায় তোমাকে স্বাগত। বেঁচে থাকার এই রিক্যুয়াম, সোনাটায়












আমাকেই শোনাবে সে লবণহীন সমুদ্রের আখ্যান। হিরার কুচি, সোনার কুচি ভরা প্রান্তরের গান। সৃষ্টির আদি থেকে জন্মান্ধ সুুন্দরের যোনিমুখে দাঁড়িয়ে যে জপছিল প্রবেশের মন্ত্র। উত্তরে পেল মনসার বাগানে ফোটা থোকা থোকা বিষের বকুল। হিমের কুঠারে ছিন্নভিন্ন রাতের হেরেম তন্ন তন্ন করে সে বের করে আনল মৃত নর্তকীর শ্বাস। সঙ্গে বিষণœ রুমঝুম; একজোড়া কান্ত নূপুরের











মাছপরীদের দ্বীপ, দগ্ধ সারস, হিমঝোপ পেরিয়ে যাব নীল ঘাসের বনে। কৃষ্ণকুসুম ফোটার পেয়েছি সজল সংকেত। সিল্কবৃষ্টির সাথে ফিরে ফিরে আসছে না কি আমার লুপ্ত অনুভব যত! চাঁপাপুর হয়ে অধিপাহাড়ের চূড়ায় কারা বসিয়েছে এত এত নিভন্ত ফুলের ফোয়ারা? যখন অক্টোপাসের মুখে মেঘের মুণ্ডু, মৃত্যুরসে থই থই মাঠের সবুজ। শেফালির স্তূপে ডুবেছিলাম। হাত-পা ছড়াতে দেখি স্মৃতিদাগ, শরতের। কাছে দূরে গোলাপের গন্ধগর্জন। শীতমহলের সাথে জেগেছে সোনালি-রক্তিম অজস্র ঝরোকা আর আকাশে একটা চাঁদে পাওয়া সূর্য










তোমার নাচের ভেতর পতন জাজ্বল্য দেখে খোলা রাখি সুরহীন গানের দুয়ার। দিনরাত। রাতদিন। সে দুয়ারে দ্রবীভূত তারাদের তাঁবু, নিধুবন আর লেলিহান গোলাপ। দূরে ভেঙেচুরে পড়ে সমুদ্রের ফেনিল স্থাপত্য। সহস্রঘুমের শেষে আজ জাগরুক শুধু মাল্লাদের শত শত লবণডানা। এবং হেমন্তই সব জিঘাংসার বাহক; যে বারংবার ঠেলে দেয় ঐ নারীনিশিপরিখায়। নূরজাহান আজ জলশাও প্রেতায়িত। রক্তসবিতায় আমি অস্তমিত চাঁদনি











পরিরা পিরিচে ঢেলে দিচ্ছে হিংস্র আলোর দ্যুতি। দৈত্যের ওপর লালগোলাপের ভার। যাদুদগ্ধ রাতের পোড়া ডানাকুলে ঋষিসমুদ্রের বাধ ভেঙে গেছে; নিখিলে নিখিলে কামজোয়ারের শ্যামজল। মারবেল ফলের মওসুম শেষে শুষ্ক বাগিচা ঘুরে কুড়িয়েছি সান্ধ্যকুয়াশা, মৃত্যুসংকেত, ব্যথার নীলাভ ঘূর্ণি। আড়ালে থেকে এই ধ্বংসদৃশ্য সায় দিয়ে গেছে সুবর্ণসিংহ এবং হিরাহরিণের দল। কাকলিসমেত উড়ে গেল পাখি; তার পালকের খাপে পোরা রক্তঝোরা। আর সবুজ লণ্ঠনে দেখা যায় আজকের এই খুন, আয়রনি সব রূপহারা রাজহাঁসের নিরুপম কবর










চন্দ্রমন্থনের রাত আবার। খয়েরি খেলায় নীল নিমজ্জন শুধু। বুদ্ধগয়ার পথে হিংসাসূর্যের বিভা। নরকের ফুল আছে গাছে। রক্তাভ ঊষার এলোচুল চুইয়ে তিক্ত সুরভি ঝরে। ডানে ত্রসরেণু, বায়ে পাপের ত্রিভুজ। সেদিকেই মৃত্যুময়ূর পেখম খুলে দেখায় খাঁজ কাটা পরমের গুপ্তজ্ঞান। আমরা মূর্খদের রাজাপ্রজা পিশাচস্রোত ঠেলে উদ্ধার করি বিত সমুদ্রকণ্ঠা











শ্রীময় বসুধার উপর গ্রহণলাগা তপনের ভার। তারা আছে ঝিলমিল। তপন ও তারার সংঘাতে জ্বলছি। পাহাড় ভেঙে টিলাপাখি ছুটেছে। কোথায় সে তিক্ত গোলাপের ঝাড়, পালকছেড়া নীল রাজহাঁস? হিমকুঠারের কোমল ঘায়ে যুগল গলছে করোটি ও কণ্ঠা। সকাল শেষে সহস্র সন্ধ্যা পায়ে পায়ে ঢুকেছে গান্ধর্ব ঝড়ে। মৃত্যু তোমার অমল রাগে আবার অজস্র তারা ও তপন। জ্বলে নেভে, ছড়ায় রক্তশোভা










জলআঁধারে আলো নেমে গেল রাজহংসরূপে। মুক্তাপ্লাবনে ভেসে যাবে মধ্যরজনী গান। পিছে রেখে পারুলবন ফুটেছে থোকা থোকা রোদনের ফুল। হাওয়াও আজ হন্তারক। নিরঞ্জন নদীতে ধ্র“পদ, খেয়াল আর যত মিথুন। সুরের শত্র“ যে মেয়ে তারও হাতে বেলোয়ারি চুড়ি। ণপ্রভা তারার নীলিমা দেখে নিদ্রা ভুলে এক অসুখী যুবা নির্বিকার গড়ে যাচ্ছে তাসের পাহাড়। কী সব অলংকারে রাতের গলায় অমিতাভ মৃত্যুর হার














চাই আরোগ্য বলে মৃত্যুসদনে ভিড় করেছে সবাই-পরিযায়ি পাখি, মুকুটখসা রানী কিংবা নামহারা পতঙ্গ কোন। শেষ শ্রাবণের জলগুলো শীতের ভেলায়। দূরের লুণ্ঠনধারায় মাধবীর হৃত যত শ্বাস। তাকে ঘিরে গান হয়, ভোরে মেশে রজনী। অমা শেষে শুরু আরো এক হিরণ্যদুপুর। কঠিন শিলায় গোলাপ তোমার কোমল গুপ্তঘাত। ঝিলিমিলি খোলা নিঝুম সন্ধ্যা ; আগে পিছে কিছু কামুক সিদ্ধার্থ। আরোগ্য পড়ে থাকে। সূর্যাস্ত দেখার ছলে শশী ছুটে যায় মৃত্যুকুসুমটিলায়









১০

সোনার পাহাড় থেকে দেখা যায় জটাময় চাঁদ। বজ্রবৃরে গলায় যখন নৃমুণ্ডের মালা। রক্তভাসানে সাত ভুবনের লতাপাতা, সমুদ্রচুল আর রুপালি যত রূপকের ভার। টিকলিপড়া মেয়ে ঊর্মিজন্ম পেয়ে ছুটে যায় মায়ামোহনায়। তার নাচের করাতে গলে গুপ্তপারদ। রাত্রিপ্রহারে বেঁকে যাওয়া ভোরের কণ্ঠে মরচে পড়া জ্যোৎস্নার ইতিকথা যত। আর এমন হেমন্ত, বিকেলের এত মন্দাক্রান্তা ঢেউ তবু দেখ মীরা, অগ্নিরতেœ পুড়ছে কেমন তোমার ভজন



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮


একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭


ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

×