জন্ম নামক দূর্ঘটনার সুতায় বাধা আমি এর নাগরিকত্বে। জন্মসুত্রে অভাগ।রে। আটকা আমি, কাপুরুষদের প্রতি দয়া দেখিয়ে একাত্তরে দেওয়া ভারতের উপহারে।
পেশাবের রঙ সোনালি। অনাগরিক কোন বিদেশী কবি হয়তবা কেবল ঠাট্টা করে সোনার খেতাবে ভূিষত করেছেন বিশ্ব মানচিত্রে এই 'লজ্জার টুক্রাটাকে'। অশিক্ষিত জনতা তা অপার আগ্রহে তুলে দিয়েছে সোনালি ট্রামপেডের মধুর সুরে; রাষ্ট্রপতির আগমনি সম্মানে। দাঁড়িয়ে পেশাব করি আমরা, স্লেলাগানে ভরা দেয়ালের ধারে।
তোদের সবার মত আমিও চাই, ঐ সাদা তারাএ চেপে নিল আকাশ পারি দিয়ে লাল স্বপ্নের দেশে ফিরে যেতে। নিল-সাদা-লাল কাপড় দিয়ে লজ্জা ঢাকতে। সুযোগ পেলে তোরাও ভিজাবি সোনালি স্রোতে এই লাল-সবুজ কে, নিল-সাদা-লাল কাপরে শরীর ঢাকতে; ডিভি -4 এ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




