আমারা স্বাধিন দেশে বাস করি। যে কোনো কুৎসিত আইনের প্রতিবাদ জানানোর অধিকার আমাদের আছে। ব্লগের স্টিকি পোস্ট নিয়ে অনেক কথা হচ্ছে। যারা এর সমালোচনা করছেন তাদের বলছি।
১। ভারতে আন্না হাজারে কিসের জন্য অনশন করেছিলেন?
২। ইরানে এক নারী তার স্বামীকে খুন করার জন্য তার ফাঁসি দেয় ইরান সরকার, সারা বিশ্বে হাজার হাজার মানুষ তার প্রতিবাদ জানিয়েছিল। কেন??
৩। সৌদিতে সম্প্রতি বাংলাদেশের নাগরিক ৮ জনকে শিরোচ্ছেদ করা হয়। এর বিরুদ্ধে শুধু বাংলাদেশ না বিশ্বের অনেক শান্তি প্রিয় দেশ ও মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানিয়ে আসছে,
...।।
সৌদিতে যেভাবে পশুর মতো মানুষকে প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয় তা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানায়। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফাঁসি বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে প্রকাশ্যে শিরোচ্ছেদ! এটা কোন সভ্য জাতীর পক্ষে মানায় না। শাস্তির বিভিন্ন উপায় আছে, পশুর মতো একজন মানুষকে বলি দেয়া হবে, এটা মেনে নেয়া যায়না। আমি ব্যক্তিগতভাবে এর কঠোর প্রতিবাদ জানাই ।
আমরা বাঙালি, তাই কাজ ভাল হোক আর মন্দ হোক সমালোচনা করা ছাড়া আমাদের ভাল লাগেনা। সমালোচনা হবেই। সমালোচনা না হলে কোন ভাল কাজও প্রকাশ পায়না। সুতরাং যে কোন অন্যায়ের বিরুদ্ধেই রুখে দারান। আমরা মানুষ, আমাদের মানবতা আছে। যারা ছাগল তারা ভ্যা ভ্যা করবেই। কারন তারা মানুষ জাতীর মধ্যে পরেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




