"ওয়াসা (WASA) আর নাসা (NASA) এই দুয়ের মধ্যে মিলটা কোথায়??
নাসা আপনাকে চাঁদের এবড়োখেবড়ো মাটিতে হাঁটার সুযোগ করে দেয়,
আর ওয়াসা পানির পাইপ মেরামতের নামে রাস্তা খোঁড়াখুঁড়ি করে ঢাকার
রাস্তাকে চন্দ্রপৃষ্ঠের মত এবড়োখেবড়ো করে দেয়, আপনি ট্যাক্সের পয়সায়
চাঁদের মাটিতে হাঁটার অনুভূতি লাভ করেন।
বাসার সামনের রাস্তায় হাঁটলে মনে হয় চান্দে চইলা আসছি!
নিজেরে এস্ট্রনট মনে হয়..."
Facebook Fan Page Like This

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




