চলমান অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রের জনজীবনে চরম হতাশা বিরাজ করছে। প্রচণ্ড জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এলেও প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এখন নিম্নমুখী। কংগ্রেসে বিরোধী দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তাঁর প্রতিশ্রুত সব সংস্কার উদ্যোগ থমকে পড়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে এখন বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। দেশের এত বেকারত্ব থাকার সময় যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টই পুনর্নির্বাচিত হতে পারেননি।
চরম রাজনৈতিক চাপ এবং জনপ্রত্যাশার মুখোমুখি দাঁড়িয়ে প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষণে বলেন, রাজনৈতিক সার্কাস বন্ধ করে আসুন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কার্যকর কিছু করি। দেশ জুড়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট ওবামা ৪৪৭ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা কংগ্রেসে উপস্থাপন করেছেন।
‘আমেরিকান জবস অ্যাক্ট’ নামে কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। জরুরি এ অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে মজুরি এবং আয়ের ওপর কর কর্তনের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং জননির্মাণ খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান কর্মহীনদের কাজ দেবে, সেসব প্রতিষ্ঠানকে বিশেষ কর মওকুফ সুবিধা দেওয়া হবে। দেশ জুড়ে সড়ক জনপথে নির্মাণকাজে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। কর্মহীনদের জন্য বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি করা হবে।
প্রেসিডেন্ট ওবামা তাঁর এ বক্তব্যে বলেছেন কর্মসংস্থান আইন পাস হলে জনগণের কাছে অর্থ সরবরাহ বাড়বে, প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগে উত্সাহী হবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার আশঙ্কা থেকে উত্তরণ পাবে।
প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রায় আধা ঘণ্টার বক্তব্যে কর্মসংস্থান আইন প্রণয়নের জন্য কংগ্রেস সদস্যদের প্রতি বারবার আহ্বান জানান। কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যদের বারবার দাঁড়িয়ে প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন করতে দেখা যায়। যদিও রিপাবলিকান সদস্যদের প্রতিক্রিয়া ছিল শীতল।
প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে বলেন, ‘পরবর্তী নির্বাচনের এখনো ১৪ মাস সময় বাকি। জনগণ আমাদের কাজ করার জন্য ভোট দিয়েছে। তাদের ১৪ মাস অপেক্ষার বিলাসিতার সময় নেই। জনগণের সাহায্যের প্রয়োজন এবং এ সাহায্য এখনই প্রয়োজন।’
দেশ জুড়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার এ প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সরকারি বরাদ্দবহুল যেকোনো আইন প্রস্তাব কংগ্রেসে পাস হওয়া এখন দুরূহ হয়ে উঠেছে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার কংগ্রেসে আপস আলোচনার মাধ্যমে কর্মসংস্থান আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও রক্ষণশীলদের বিরোধিতা এখনো তীব্র। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তব্যে রক্ষণশীলদের ওপর আইন প্রণয়নের জন্য চাপ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





