অভাবে মানুষের দুংখ হয় না। রোগ-শোকের যাতনা মানুষ ভুলতে পারে ,কিন্তু মানুষের নীচতা দেখে যে দুংখ হয় ,তার তুলনা নেই।
মানুষের প্রবৃত্বি যদি পশুর মতোই হবে ,যদি তার হীনতায় সে লজ্জিত না হয় , তবে কেন সে পশুর আকার ধারন করে নাই?
যদি রাজ্য হারিয়ে থাক,দুংখ করো না,যুদি তোমার পরম আত্বীয়রা ত্যাগ করে গিয়ে থাকে তবুও দুংখ করো না, যদি তোমার প্রবৃত্বি নীচ হয়, যদি ইতর পশুর আত্বার স্বভাবে তোমার আত্বার অবনতি ঘটে থাকে ,তাহলেই লজ্জিত হও ।
অন্বকারে নিজের মনের দিকে চেয়ে দেখ-- কত কালি কতো মিথ্যা ,কতো প্রতারণা,কত শঠতা সেখানে রয়েছে। আমি কখনও শয়তানের মুখ দেখি নাই কিন্তু এখন মনে হচ্ছে মিথ্যাবাদী ,দেশদ্রোহী ধর্মহীন,মা বোনের ইজ্জত লুন্ঠন কারী জামাত হচ্ছে শয়তানের দল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




