জামাত-শিবির করলে শুনতে হয় রাজাকার
জাতীয় পাটি করলে-শুনতে হয় স্বৈরাচার
আওয়ামী লীগ করলে-শুনতে হয় ভাদা, চোর
বিএনপি করলে- শুনতে হয় পাদা,
বাম দল করলে-শুনতে হয় নাস্তিকদের দল
অন্যান্য দলের নেতা-কর্মীদেরও বিভিন্ন গালি শুনতে হয়।
১৬ কোটি মানুষ আজ কয়েকটি রাজনৈতিক দলের হাতে বন্দী। রাজনৈতিক দল গুলোর কর্মকান্ড দেখলে মনে হয় ওরা মানুষ মারা জন্য রাজনীতি করে। ওরা শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে। ওরা শুধুমাত্র দেশের সম্পদ লুটেপুটে খাওয়ার জন্যই রাজনীতি করে। ওরা যদি দেশকে ও তাদের দলকে ভালবাসত তাহলে মিছিলে তাদের সন্তানদের রাখে না কেন? কেন তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দেয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


