অবশেষে ঠাঁই করিনু সাগরমাতার ক্রোড়ে।
সাগর পারে বালির মেলা, সারা বেলা আলোর খেলা
নাম না জানা হাজার জীবের শুধুই ছুটে চলা।
জোয়ার ভাটার ওঠা নামায় নেই তো কারো হাত
দিনের শেষে গোধূলি ঘেষে আসে নিবির রাত।
এমন রাতে গিটার হাতে হেড়ে গলায় গান
সারাদিনের ভ্রমণ শেষে ক্লান্তি অবসান
তবুও আমার থামে না গাওয়া, কমে না গলার স্বর!
প্রকৃতি তাই হয়েছে যে হায় পূর্ণ দিগম্বর।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




