--চেনা কণ্ঠ
লুকায়িত অধর কম্পন।
চলার গতিতে তাই হঠাৎ মন্দন।
মনের পুরো অঞ্চল জুড়ে এক নিমিষে
বয়ে গেল বিচিত্র মননশীল ঝড়।
দৃষ্টি সম্মুখে কে যেন গোপনে
লিখে দিল সে আমার পর।
তারপর.........
মৃদু হাসি,
এই তো ভাল আছি। আর তুমি?
অদ্ভুত দৃষ্টি জোড়া, অদ্ভুত চেনা হাসি
তার মাঝে যে সুপ্ত গুপ্ত উত্তর তা
এই অধম আমি কি করে বলো বুঝি?
জড়তা শেষ...
এলোমেলো পদে অগ্রগতি,
কম্পন বৃদ্দিপ্রাপ্ত সজীব হৃদযন্ত্রে
মন, চোখ, মুখ, সাথে এই ভব দৃষ্টি
পেছনে ফেরে যাদু কোন মন্ত্রে।
দেখলাম পাশে তার পূর্ণতার যাত্রী।
সেখানেই ভালবাসা কি এক পূর্ণ ধরিত্রী?
শান্ত্ত হবার চেষ্টা...
অসফল যদিও শান্তি আসে একটু হলেও তবুও
যখন মনে হয় মানানসই তার নতুন ভূবন
কষ্ট আমাতে তাই হোকনাই বা যেমন
আসে যদি তাহার মাঝে পূর্ণ সুখের শান্তি
ঠিকই ভুলে যাব কষ্ট উদযাপনের সকল কান্তি।
[ইটালিক](অনেক দিন আগে লেখা)[/ইটালিক]
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



