ঘুচে যেত অনাহুত অনেক লজ্জা।
পাপ উত্তর বিভৎস কুৎসিত চেহারাটা
ঢেকে যেত বিকল্প ছায়ায় আয়নায়।
চারদিক হতে রোদ এসে তপ্ত দুপুরে
যখন নাড়িয়ে দেয় ছায়ার অবস্থান,
বিকল্প ছায়ার সাথে বাঁধলে জোট
তপ্ত দুপুরে ঘটত কি সে রোদের প্রস্থান,
একটু শ্রান্তির আশায় দূর হত ক্লান্তি?
বিকল্প ছায়া চুপচাপ আড়ালে ঢেকে দিত
কারনে অকারনে ঘটে যাওয়া অনেক ভুল ভ্রান্তি।
দেদীপ্যমান চারপাশের লাজুক সব অরাজকতা,
বিকল্প ছায়া হয়ে যেত অরাজক বৃষ্টির ছাতা।
হাঁটার ছন্দে ভাটা পড়ত না সামাজিক
সব উটকো কর্মের ঝড়ে,
কিবল্প ছায়ায় লুকিয়ে থেকে মিশে যেতাম
নষ্ট সমাজে অকাতরে।
১০/০৫/২০০৫
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



