মরে পঁচে গেছে বাতাসের একদল সৈনিক।
মস্তিষ্কের দৃঢ় চর্মগ্রন্থি ভেদ করে
মৃত বাতাসের পঁচা গন্ধ বয়ে যায় কোষে কোষে।
অঙ্গ জুড়ে নতুন প্রাণবন্ত বাতাসের হাহাকার।
বিছানায় ছোপ ছোপ ঘামের ছাপ
দেহের বাইরে তাপদাহ খেলছে বিশ্বকাপ।
প্রচন্ড তেষ্টা ক্ষণে ক্ষণে,
পঁচা বাতাস ভরা দেহে পানির পর পানির
সঞ্চালন পিপাসা মিটিয়ে।
ঘাম আর ঘাম হয়ে পানির বাষ্পে বদলী রূপ
চারদিকে তাই ঘাম ঘাম গন্ধ
মানুষের মনে তাই একটুও না, এ পচন্ড তাপে
সূর্যের মনেই যেন সবটুকু আনন্দ।
০২/০৬/০৫
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



