কাটা ক্ষত জ্বলে
অস্থিতে ব্যাথা পেলে জ্বলে
কেউ বিকশিত প্রতিভায় জ্বলে
লেবুর রসের পরশে চক্ষু জ্বলে
কপালে টাইগার বাম ঘষলে চর্ম জ্বলে
রাতের আকাশে তারা নামে নক্ষত্র জ্বলে
কচু খেলে কারও কারও ভীষন গলা জ্বলে
কারও কারও কথা এমনই হয় অন্তর ও জ্বলে
কড়া রোদে মধ্য দুপুরে কভূ কভূ সারা অঙ্গও জ্বলে
কোষ্ঠকাঠিন্যে পুরিষ ত্যাগের কালে পুরিষদ্বার তীব্র জ্বলে
নতুন ফ্যাশন বলে চালানো হয় যখন কাপড়ের রঙ যায় জ্বলে
জ্বলা শব্দটি এমনই কত রূপের ব্যবহারে ব্যবহারে জ্বলতেই থাকে
ভাবছি সাগরের জলে মিশে গেলে যাবে কি সব জ্বলন একেবারে নিভে
কিন্তু সাগরের নোনা জলেও অবারিত ঢেউ এর ডিন্ডিরে সূর্যালো ঝলমলিয়ে জ্বলে।
৪/১১/২০০৬(্ইং)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৬ ভোর ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



