প্রশ্ন থাকবেই , নীতি নির্ধারণ যেন গুমোট কুয়াশা এ দেশে বরাবরই।
এত আলোচিত ওয়াইম্যাক্স কি ? আসুন খুব সহজে একটু আলোচনা করি।
পূর্ণ করে বললে ওয়াইম্যাক্স মানে ওয়াল্ড ওয়াইড ইন্টার ওপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ একসেস্ । জুন ২০০১ এ গঠিত ওয়াইম্যাক্স ফোরাম IEEE এর একটি স্ট্যান্ডার্ড তৈরী করে যা 802.16d বা 802.16-2004 এবং অফিসিয়ালি নাম দেয়া হয় ওয়ারল্যাসম্যান। পরে আরেকটি স্ট্যান্ডার্ড এর নামকরণ হয় যা 802.16e-2005 বা 802.16e।
মূলত এইদুইটি স্ট্যান্ডার্ড ই হচ্ছে ওয়াইম্যাক্স টেকনলজি। পযার প্রথমটি আসলে `ফিক্সড ওয়্যারলেস ' আর পরেরটি আসলে ` মোবাইল ওয়্যারলেস'।
তাই ওয়াইম্যাক্স এর শক্তিশালি ভূমিকাটাই হলো এটি বর্তমান প্রচলিত প্রায় সব ধরেনর টেলিকমিউনিকেশনে নতুনত্ব আর গুনগত পরিবর্তন এনে কাজ করতে পারে।
ফিক্সড ওয়্যারলেস কনফিগারেশন এর ক্ষেত্রে ওয়াইম্যাক্স ব্যবহার করে কপার ব্যবহৃত টেলিফোন কে ওয়্যার লেস ও দ্রুত গতির করা সম্ভব। তাছাড়া আইএসপি র দ্বারা টিভি দেখার ক্যবল ব্যবস্থাকেও বদলানো যায়।
আবার মোবাইল ওয়্যারলেস এর কনিফগারেশন দ্বারা এটি বর্তমান মোবাইল নেটওয়ার্ককে কেও পরিবর্তন করতে পারে।
তাই খবরে আর পত্রিকায় যে বলা হচ্ছে দ্রুত গতির ইন্টারনেট কানেকশন। কথাট আংশিক সত্য। কারন বললামই তো কেবল ইন্টার নেট নয়..সকল প্রকার টেলিকমিউনিকেশনে এর হস্তক্ষেপ করার ক্ষমতা আছে।
নিচের ছবিতে বিষয়টি দেখুন
পয়েন্ট টু পয়েন্ট এর ক্ষেত্রে ওয়াইম্যাক্স ৭০/৭২ মেগাবিট/সে. স্পিডে ৩০ মাইল বা ৪৮ কি.মি পর্যন্ত কাজ করে। আর পয়েন্ট টু মাল্টি পয়েন্টের ক্ষেত্র ৬ মাইল রেডিয়াসে ৪০ মেগাবিট/সে. স্পিডে কাজ করে।
কিন্তু এ ক্ষেত্রে একটা ভুল ধারনা আছে , ৭০/৭২ মেগাবিট/সে. স্পিডে এবং ৩০ মাইল রেঞ্জ দুটো একসাথে কাজ করে না , বাস্তবে যে এলাকায় কোন বাধা থাকেবনা , ওয়েভ সরল রেখায় যেতে পারবে সেসব ক্ষেত্রে ১০ মেগাবিট/সে.স্পিড পাওয়া যাবে ১০ কিমি এলাকায় একনাগাড়ে আর শহর এলাকায় যেখানে বিল্ডিং এর বাধা খুব বেশী সেখানে ১০ মেগাবিট/সে. পাওয়া যাবে ২ কিমি এর মত এলাকায় মধ্যে।
থিউরি আর বাস্তব সর্বদা এক হয়না। আরেকটা সমস্যা হলো যখন একটি নির্দিষ্ট সেক্টরের ব্যান্ড উইথ অনেকে শেয়ার করবে মানে ঐ এলাকায় একসাথে অনেক ইউসার হয়ে গেলে ভাগাভাগি হবে, স্পিড কমে যাবে।
বলার তো আছে অনেক। কিন্তু সেটা অত সহজ হবেনা সবার নিকট। তাই শেষে অল্প একটু।
ইতিমধ্যে ওয়াইম্যাক্সের পূর্বেই আরকটি টেকনলজি সম্পর্কে আমরা শুনেছি , যার নাম ওয়াই-ফাই ।
নিচে একটা ছবি দিলাম দুটো মধ্যে তফাতের ..তাইলে আরেকটু ক্লিয়ার হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




