অনেক হইচই হচ্ছে মডারেশন/ডিলিট/রেটিং নিয়ে। ব্লগিং এ অতিরিক্ত নিয়ন্ত্রনআরোপ মনে হয়না ভালকিছু বয়ে আনবে। যতটুকু সম্ভব উম্মুক্ত আলোচনার সুযোগ থাকাটা অনেক জরুরী। সবার মতামত এক হতে হবে, তা নয়, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকার দরকার আছে। মডারেটরের কাজ হতে পারে ব্যক্তি আক্রমন কিংবা ক্ষতিকর মন্তব্য গুলোর উপর নিয়ন্ত্রন আরোপ করা।
একাধিক নিক্ থাকা বা নাথাকা জরুরী কোন বিষয় না। এটাকে বন্ধও করা যাবেনা। বরং এটা নিয়ে বেশি আলোচনা মানেই উৎসাহীরা আরো বেশি উৎসুক হয়ে উঠবে।
প্রস্তাবনাঃ
মাইনাস রেটিং এর সুবিধা বাতিল করা যেতে পারে। প্লাস থাকুক। ভাল লাগলে প্লাস দিতে পারলেই হল, না লাগলে নিঃশ্চুপ। এখানে আলোচনার সুবিধাটাই আসল কথা, প্লাস/মাইনাস নয়। ভাল না লাগলে মন্তব্য করলেই চলে।
(পুনশ্চঃ কপালে কয়টা মাইনাস আছে কে জানে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




