গুরু... গুরু...
পড়া,লেখা,মুখস্ত আর বাবার কানমলা
মায়ের হাতের কিল আর চড়,ভালো হয়ে চলা
আর লাগে না এসব ভালো,দাও গো ক্ষমা গুরু
নার্সারিটার থেকেই এসব সেই যে হল শুরু!
পাড়ার যত বন্ধু,সবার ফিনিস বিয়ে করা
প্রাণপনে পড়ছি আমি,বাকি অনেক পড়া
আর লাগে না এসব ভালো,দাও গো ক্ষমা গুরু
নার্সারিটার থেকেই এসব সেই যে হল শুরু!
***
তিরিশ বছর ভালো ছেলে ভালো হয়েই ছিল
গুরুর দয়ায় অবশেষে কপাল খুলে গেল।
***
মা আর বাবার দয়ায় এবার হচ্ছে আমার বিয়ে
ঘরে এলো পরীর মত সুন্দরী এক মেয়ে
প্রথম রাতে গোলাপ হাতে বলছি,”ওগো,শোনো...
বিয়ের আগে সত্যিই আমি প্রেম করিনি কোনো।
ওসব করে বাজে ছেলে,আমি খুবই ভালো,
প্রেম করেছ কোথাও? ওগো,একটু কথা বলো...”
মুখটা তুলে,মিষ্টি হেসে,বধু কথা বলে,
“অন্য কথা বলোনা প্লিজ,প্রেমের কথা ফেলে।
আর লাগে না ওসব ভালো,দাও গো ক্ষমা গুরু
নার্সারিটার থেকেই ওসব সেই যে হল শুরু! ”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




