
১। দিনাজপুর তোরণ মোহনপুর।

২। দিনাজপুর তোরণ রাস্তার পূর্ব পাশের ছবি।

৩। দিনাজপুর তোরণ রাস্তার পশ্চিম পাশের ছবি।

৪। আত্রাই নদীর উপর মোহনপুর ব্রীজ।

৫। মোহনপুর মাদ্রাসার তোরণ।

৬। মোহনপুর ব্রীজের উদ্বোধনের ফলক।

৭। মোহনপুর ব্রীজের পাশ্চিম পাশের আত্রাই নদীর ছবি। উত্তরপশে বাংলাদেশ দক্ষিণ পাশে ভারত।

৮। আত্রাই নদীর ফলক।

০৯। মোহনপুর আত্রাই নদীর রাবার ড্যাম প্রকল্প।

১০। আত্রাই নদীতে রাবার ড্যাম।

১১। তোরণের উপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

১২। দিনাজপুরের মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। দিনাজপুরের সর্বত্রই এই দৃশ্য চোখে পড়ে।

১৩। মোহনপুর সীমান্ত।

১৪। গরুগুলি বাংলাদেশে, মাঝখানে আত্রাই নদী, ঐ পাড়ে ভারত ।

১৫। কাজের সন্ধানে গাঁয়ের লোক।

১৬। দুই দিনের বৃষ্টিতে ধানের জমি তল। ছবিটি মোহনপুরের।

১৭। মেঠোপথ।

১৮। মোহনপুর ব্রীজ থেকে সাড়ে চার মাইল পশ্চিম উত্তরে এই জায়গায় '৭১সালে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের ঝটিকা আক্রমনে অনেক পাক সেনা নিহত হয়ে পরাজিত হয়। যুদ্ধের স্মৃতিস্তম্ভ।

১৯। এই পুকুরের চারিপাশে খানসেনাদের অনেক বাঙ্কার ছিল।

২০। যুদ্ধের ভয়াবহ স্মৃতি বুকে নিয়ে এখনও এই পুকুরটি অক্ষত আছে।

২১। সবুজ ধান ক্ষেত।

২২। চির সবুজ বাংলাদেশের একটি গ্রাম।

২৩। পঞ্চগড়, দেবীগঞ্জ, ফুলবাড়ি।

২৪। বাংলার চির চেনা ছবি, পাট খড়ি শুকানোর দৃশ্য।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




