চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতা আনোয়ার হোসেন ফরহাদের বাবা আবু সৈয়দকে আজ রাত ২ টার সময় বিনা মামলায় বিনা পরোয়নায় ধরে নিয়ে গেছে কর্নফুলি থানা পুলিশ।
স্থানীয় দুস্কৃতিকারীরা তাদের জমি জবর দখল করেছিল। তারা এর বিরুদ্ধে মামলা করে আদালতের রায় পান। কিন্তু দুস্কৃতিকারীরা আবু সৈয়দের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে। সব মামলাতেই তিনি আইনী উপায়ে রেহাই পান। পুলিশ দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকি দিলে এ ব্যাপারটা আদালতের নজরে আনা হয়েছিল। তখন বিচারক পুলিশকে হুমকির ঘটনায় তিরস্কার করে।
কিন্তু আজ রাত ২ টায় ঠিকই পুলিশ ফরহাদের বাবাকে সাদা পোশাকে গ্রেফতার করে নিয়ে গেল! সাংবিধানিক নাগরিক অধিকার লঙ্ঘন করে কাউকে বিনা মামলায়, বিনা পরোয়ানায় মধ্যরাতে ঘর থেকে নাগরিককে ধরে নিয়ে যাওয়ার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দস্যুতার ঘটনাই প্রকাশ পেল।
আমাদের ভাবতেই খারাপ লাগছে, যেই ফরহাদ বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলনে বুকের ছাতি উচিয়ে স্লোগান দিত, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য মিছিল করতো, সেই ফরহাদের চোখের সামনে থেকে তার বাবাকে দস্যু পুলিশেরা ধরে নিয়ে গেল। অথচ ফরহাদ কিছুই করতে পারল না।
চট্টগ্রামের সব বন্ধুদের ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মীদের প্রতি আহ্বান জানাই কর্নফুলি থানা পুলিশের এই দস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ফরহাদের প্রতি আমাদের সবার সমব্যথা রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




