১.
ইতিহাস ঘুরে আসে কারবালায়
দজলা ও ফোরাতের রক্তের স্রোতে ফুটে ওঠে এজিদের মুখ
অগনিত মৃতদেহ
শিশু,বৃদ্ধ,রমণী ও বেশ্যা
সববয়সী
ধ্বংসের ঘুর্ণিপাকে ঘোরে মানুষ
বোমার আঘাতে তছনছ হয় ফুলবাগান ও মসজিদ,
কিন্ডারগার্ডেন স্কুল,স্যানাটোরিয়াম,
জাদুঘর,হাসপাতাল,শিশু পার্ক ও স্টেডিয়াম,
কবরখানা ও ব্রথেল
ডিক্টেটর বিশ্বপিতা
হিটলারের পুরাতন জামা ও মুসোলিনির পাতলুন পরে
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়
ইরাকের আকাশে বোমারু বিমান ওড়ে শকুনের ডানায়
অসহায় শিশু,প্রসবিনী মা,
কালো নেকাবের আড়ালে চকিত চোখের চমক
বসরার সুদৃশ্য গোলাপ বাগান
পবিত্র মাজার,প্রার্থনালয় সব তছনছ হয়ে যায় এক রক্ত পিপাসুর
র্দুদমনীয় লালসায়
তবুও কি প্রজ্জ্বলিত সূর্য,কমনীয় চাঁদ,অগনন তারা
ইরাকের আকাশকে স্বাগত জানায় না?
তবে কেন মানবতা জাগবে না ফের?
০৩.০৪.০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





