ভালবাসা সেতো ক্ষ্যাপা যাযাবর
দুরন্ত ঘোড়ায়, পলকে সওয়ার
খুরে খুরে ঝড়, বোররাক হাওয়ায়
চোখের পলকে, দারুণ ঝলকে, শুণ্যে মিলায়।
ভালবাসা সেতো পর্যটনের গাড়ী
আপাদমস্তক ব্যস্ত ভ্রমণকারী
বুড়ি ছুয়ে আসা পর্যটকদের দল
বনপাহাড়মরু, আসমদ্দুর জল।
ভালবাসা সেতো শব্দের বেগে ধায়
আসে অসময়ে ব্যথিত প্রেমিকের পায়
প্রজাপতি মন উড়ু উড়ু, নিমিষে উড়াল
ভালবাসা বড়ো অস্থির, বড়ো চঞ্চল।
আমি এইখানে বসে আছি দাওয়ায়
পারিজাত তরু মাতাল উতল হাওয়ায়
ভালবাসা তুমি এসো এই তরুতলে
বিশ্রাম নাও বুড়ি ছোঁয়া শেষ হলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





